Logo
HEL [tta_listen_btn]

১৮ জানুয়ারি না’গঞ্জ বার নির্বাচন

১৮ জানুয়ারি না’গঞ্জ বার নির্বাচন

আদালত সংবাদদাতা
১৬ জানুয়ারি দেশের অন্যতম আলোচিত নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(এনসিসি) এর ভোটগ্রহণ অনিুষ্ঠিত হবে। এ নিয়েই সর্বত্র সরগম এখন। এরই মধ্যে শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ঢামাঢোল। এনসিসি নির্বাচনের ভোট গ্রহণের ২ দিন পরই অনুষ্ঠিত হবে জেলার আইনজীবীদের অভিভাবক নির্বাচিত করার ভোট। এ নির্বাচনে মূলত দুটি প্যানেলের মধ্যে লড়াই হবে। একটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ শাখার মনোনিত, অপরটি বঙ্গবন্ধু সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনিত। বিএনপি পন্থি আইনজীবী প্যানেলের নেতৃত্বে থাকছেন রতন-আনোয়ার এবং আওয়ামী পন্থি আইনজীবীদের নেতৃত্ব দিবেন জুয়েল-রনি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ দুটি পরিষদ তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ শাখার মনোনিত রতন-আনোয়ার পরিষদের প্রার্থীগণ হলেন- সভাপতি পদপ্রার্থী এড.মনিরুল ইসলাম চৌধুরী রতন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এড. মানিক মিয়া, সহ-সভাপতি এড. হামিদা খাতুন লিজা, সাধারণ সম্পাদক এইচ.এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. কায়সার আলম চৌধুরী টুটুল, কোষাধ্যক্ষ এড.মো. গোলজার হোসেন, আপ্যায়ন সম্পাদক এড. মো.শাহ-আলম শামীম, লাইব্রেরী সম্পাদক এড. জিয়াউল আহমেদ ভূইয়া, ক্রীড়া সম্পাদক এড. ইকবাল আহমেদ মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড.সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক এড. মাহমুদা আক্তার, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ মিয়া। কার্যকরী সদস্য, এড. মো.ফাইজুর রহমান বাবলু, এড. নয়ন ঢালী, এড.ফাতেমা, এড. নুরুল কাদীর সোহাগ ও এড. মো.ফারুক মিয়া।
অপরদিকে বঙ্গবন্ধু সম্মিলিত আইনজীবী মনোনিত জুয়েল-রনি পরিষদের প্রার্থীগণ হলেন, সভাপতি পদপ্রার্থী এড.হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এড. আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি এড.সুবাস বিশ্বাস, সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ এড. আবুল বাশার রুবেল, আপ্যায়ণ সম্পাদক এড.মো.স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক এড.হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক এড. সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক এড. মো.রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক এড. আব্দুল মান্নান। কার্যকরী সদস্য, এড.এরশাদুজ্জামান ইমন, এড.হালিমা আক্তার, এড. হোসেন আহম্মদ, এড. মেরাজ সরকার ও এড. অঞ্জন দাস। আইনজীবী সমিতির নির্বাচনে এবার প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন, এড. সামসুল ইসলাম ভূইয়া, সহকারি নির্বাচন কমিশনার হলেন, এড. আব্দুর রহিম, জিপি এড. মেরিনা বেগম, এড. আশরাফ হোসেন, এড. শুকচাঁদ সরকার। ভোটগ্রহণ চলবে একটানা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com