Logo
HEL [tta_listen_btn]

প্রথম বিভাগ ক্রিকেট লীগ পোলস্টার ক্লাব জিতেছে

প্রথম বিভাগ ক্রিকেট লীগ পোলস্টার ক্লাব জিতেছে

ক্রীড়া সংবাদদাতা
প্রথম দু’দিন ছিল রানের বন্যা। গতকালের চিত্র তার বিপরীত। লোস্কোরিং ম্যাচ। সকালে টস জিতে দুর্ণিবারের অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্ত ভুল প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে সতীর্থরা যা ছিল চোখের জন্য পীড়াদায়ক। পোলস্টার ক্লাব জিতলো ৬ উইকেট ও ৩৭.৫ বল হাতে রেখে। মঙ্গলবার (২২ মার্চ) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে দুদলের ছিল প্রথম খেলা। প্রথমে ২২.২ ওভারে সব উইকেট হারিয়ে দুর্ণিবার স্পোর্টিং ক্লাব তোলে মাত্র ৭৬ রান। শুরুটা ভালই ছিল তাদের। ৪ ওভারে ২৯ রান তুলে বড় স্কোরের আভাস দিচ্ছিল। কিন্তু হঠাৎ স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে। হুড়মুড় করে ভেঙ্গে পড়ে তাদের ইনিংস। পোলস্টারের উদিয়মান স্পিনার জিসান আব্দুল্লাহ ও বহিরাগত কোটায় খেলা তারিফ লন্ডভন্ড করে দেন সবকিছু। জিসান ২৩ রানে ৫টি এবং তারিফ ৫ রানে তুলে নেন ২ উইকেট। দুর্ণিবারের সবচেয়ে বেশি রান এসেছে অতিরিক্ত থেকে। ২৫!! রাফি করেন ১২। বাকি ব্যাটসম্যানেরা ডাবল ফিগারে যেতে পারেনি। জবাব দিতে গিয়ে পোলস্টারও ৪ উইকেট হারায়। ওপেনার ফাহিম একপ্রান্তে দৃঢ়তা দেখান। ৩১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। তার ইনিংসে চার ছিল ৯টি এবং ছক্কা ১টি। শাহাদত শামীম আউট হন ১১ রানে। দুর্ণিবারের রনি শূণ্য রানে পান ২ উইকেট এবং ফয়জুল্লাহ ফাহিম পান ২ উইকেট। হেসে খেলে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পোলস্টারের খেলোয়াড়েরা।
সংক্ষিপ্ত স্কোর
দুর্ণিবার স্পোর্টিং ক্লাব- ২২.২ ওভারে ৭৬/১০(রাফি-১২,প্রিন্স-৭,রুবেল-৭)। অতিরিক্ত-২৫। জিসান আব্দুল্লাহ-৫/২৩,তারিফ-২/৫।
পোলস্টার ক্লাব ঃ ১২.১ ওভারে ৮০/৪(ফাহিম ৫৪,শাহাদত-১১)। অতিরিক্ত-৯। রনি-২/০,ফাহিম-২/২৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com