Logo
HEL [tta_listen_btn]

মাহে রমজান ৩য় জুম্মাতেও মসজিদে মুসুল্লির ঢল

মাহে রমজান ৩য় জুম্মাতেও মসজিদে মুসুল্লির ঢল

নিজস্ব সংবাদদাতা
শুক্রবার (২২ এপ্রিল) ছিল ২০তম পবিত্র মাহে রমজান। তীব্র দাবদাহে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এর মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেলো পবিত্র রমজানের ৩য় জুম্মা। রমজানের এই ৩য় জুম্মায় নারায়ণগঞ্জের মসজিদগুলোতে ছিল মুসুল্লিদের ব্যাপক উপস্থিতি। নামাজ শেষে মুসলিম জাহানের ঐক্য ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খতিবগণ। সরেজমিনে দেখা যায়, জেলার কেন্দ্রীয় মাসদাইর জামে মসজিদ, চাষাঢ়া রেলওয়ে মসজিদ, নূর মসজিদ, উকিলপাড়া জামে মসজিদ, ডিআইটি জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে নানা শ্রেণি পেশা ও বয়সের মানুষ এক কাতারে দাঁড়িয়ে পবিত্র জুম্মা আদায় করেন। নামাজের আগেই পাঞ্জাবি গায়ে টুপি মাথায় আতর লাগিয়ে মসজিদমুখী হন শহরবাসী। অনেকে শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে মসজিদে আসেন। মসজিদগুলোতে শিশু-কিশোরদের পাশাপাশি ব্যাপকহারে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুসুল্লিরা বলেন, নারায়ণগঞ্জে বিশেষ করে তরুণদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে শবে বরাতের পর থেকে মসজিদে মসজিদে ৫ ওয়াক্ত নামাজে মুসুল্লির কাতারে তরুণদের ব্যাপকহারে উপস্থিতি দেখা যাচ্ছে। জুম্মার নামাজে তাদের উপস্থিতি সবার নজর কাড়ে। রমজানের ৩য় জুম্মায় সকলে একত্রিত হয়ে নামাজ আদায় করলাম। পরিবারের জন্য ও নিজের জন্য আল্লাহ’র কাছে বিশেষ দোয়া প্রার্থণা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com