Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ প্রস্তুত সকাল ৮টা ও ৯টায় ঈদের ২টি জামাত হবে

না’গঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ প্রস্তুত সকাল ৮টা ও ৯টায় ঈদের ২টি জামাত হবে

নিজস্ব সংবাদদাতা
করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার বড় পরিসরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। শুক্রবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ইতোমধ্যে বাঁশের খুটি বাধা ও ত্রিপল টানানোর কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে। ঈদের দিনে বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বাড়তি প্রস্তুতি নেয়া হচ্ছে। চাঁদ রাতের মধ্যে ঈদগাহ ধোয়ামোছাসহ ঈদের নামজের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, দুই বছর করোনার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত না হলেও এবার বড় পরিসরে হবে। ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা ও ৯টায়। জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। ঈদের জামাতকে কেন্দ্র করে জেলার প্রতিটি ঈদগাহে ও মসজিদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com