Logo
HEL [tta_listen_btn]

বন্দরে জাপা’র ইফতার মাহফিল

বন্দরে জাপা’র ইফতার মাহফিল

বন্দর সংবাদদাতা
বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু বলেছেন, সোনার বাংলাদেশ গঠনে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু এরশাদের ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। তিনি সব সময় বলতেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ জীবদ্দশায় এদেশের মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন। জাতীয় পার্টিকে বন্দরে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য প্রবীন ও নবীনের সম্মনয়ে বন্দরে ৫টি ইউনিয়নে সম্মলনের মাধ্যমে কমিটি গঠন করছি। এ কমিটি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে বলে আমি আশাবাদী। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বন্দরে সামছুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন ও ইফাতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাবা সভাপতিত্বে সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু প্রধান, জেলা যুবসংহতির সভাপতি রিপন ভাওয়াল প্রমুখ। সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নূর নবী ওসমানী, সরদার মোহাম্মদ আবু তালেব মেম্বার, যুব সংহতি নেতা লিয়াকত আলী, মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ ওয়াসিমসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মলনে সাহাবুদ্দিন সাবাকে সভাপতি ও মোহাম্মদ এরশাদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ইফতার পার্টির প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানা উল্ল্যাহ সানু ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com