Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে কার্টন মিলে অগ্নিকান্ড

সোনারগাঁয়ে কার্টন মিলে অগ্নিকান্ড

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামের একটি কার্টন তৈরির কারখানায় (মিলে) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর দপ্তর,সোনারগাঁ, আদমজী ও ডেমরা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও মেঘনা গ্রæপের নিজস্ব ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এরআগে আগুনে কারখানা ও গুদামে মজুদকৃত বিপুল পরিমাণ কাগজের কার্টন ও কয়েল পুড়ে যায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এ আগুন নেভাতে রিমোট কন্ট্রোল সিস্টেমের অত্যাধুনিক রোবটও ব্যবহার করা হয়েছে। অগ্নিকান্ডে ১জন আহত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রæপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮টার দিকে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন বলেন, আগুন নেভাতে রিমোট কন্ট্রোল সিস্টেমের অত্যাধুনিক রোবট ব্যবহার করা হয়েছে। আগুনে কেউ দগ্ধ না হলেও ধোঁয়ায় একজন শ্রমিক আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com