Logo
HEL [tta_listen_btn]

শিমরাইলে হাইওয়ে পুলিশের অভিযান ৩৪টি নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে মামলা

শিমরাইলে হাইওয়ে পুলিশের অভিযান ৩৪টি নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত অবৈধ ইজিবাইক, লেগুনা, সিএনজির বিরুদ্ধে অভিযান পরিচলনা করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ্ বাংলা ব্যাংকের সামনে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধর ও শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) মো. শরফুদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি লেগুনা, ১১টি সিএনজি, ৮টি ব্যাটারি চালিত অটোরিকশা ও ১২টি ইজিবাইকসহ ৩৪টি নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধর জানায়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। যারা মহাসড়কের পাশে অবৈধ স্ট্যান্ড, পার্কিং করে যাত্রী উঠা-নামা করায় তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আজ ৩টি লেগুনা, ১১টি সিএনজি, ৮টি ব্যাটারি চালিত অটোরিকশা ও ১২টি ইজিবাইকসহ ৩৪টি নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মহাসড়কের শৃংঙ্খলা বজায় রাখতে এসব নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) মো. শরফুদ্দিন জানায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমরা তৎপর রয়েছি। ঈদ যাত্রায় ঘরমুখী মানুষ যেন দুর্ভোগের শিকার না হয় সেদিকে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ কোন যানবাহন চলাচল এবং পার্কিং করতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com