Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

না’গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত¡াবধানে শহরের ঐতিহাসিক ডায়মন্ড চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রায় অর্ধ লক্ষাধিক ভক্তের এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বর্ণিল সাজে সজ্জিত হয়ে ভক্তবৃন্দরা নেচে গেয়ে উৎসবে মাতিয়ে তোলে পুরো নারায়ণগঞ্জ শহর। এসময় রাস্তার দু’পাশের অসংখ্য মানুষ তা উপভোগ করে। হিন্দু নারীরা উলুধ্বনি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়। ঢোল, ঢক্কর, বাদ্য, বাজনা নিয়ে উৎসবমুখর মিছিলে অনেকেই শ্রী-কৃষ্ণ ও অন্যান্য দেবদেবী সাজে এসেছিল। পরমেশ্বর ভগবান শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথানন্দজী। জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য থাকে যে মহামারী করোনা ভাইরাসের কারণে ২ বছর বন্ধ ছিল জন্মাষ্টমীর শোভাযাত্রা। শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এছাড়া নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সেক্রেটারি কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন শোভাযাত্রায় আগত সকল ভক্তবৃন্দকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভগবান শ্রী-কৃষ্ণের আদর্শ বাস্তব জীবনে মেনে চলার আহŸান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, বিকেএমইএ’র সহ-সভাপতি ও পানামা গ্রæপের চেয়ারম্যান অমল পোদ্দার, বাসুদেব চক্রবর্তী, বাংলাদেশ ইয়াং মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, দেওভোগ ইসকন মন্দিরের অধ্যক্ষ হংষকৃষ্ণ মহারাজ, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক রিপন ভাওয়াল, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা পরিষদ নেতা সুশীল দাস, তপন ঘোষ, তপন গোপ সাধু, শংকর দাস, কৃষ্ণ আচার্য, অভিরাজ সেন সজল প্রমুখ। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের দেওভোগ শ্রী রামসীতা বিগ্রহ মন্দিরে মহাবতার ভগবান শ্রী-কৃষ্ণের শুভ অবির্ভাবতিথি জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠের আয়োজন করা হয়। সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রী-কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। দ্বাপর যুগের শেষদিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারি রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন শ্রী-কৃষ্ণ। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
সিদ্ধিরগঞ্জে শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত কৃষ্ণ পূজা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল থেকে সিদ্ধিরগঞ্জ এনসিসি ১০নং ওয়ার্ডের হাজারীবাগ উত্তর জেলেপাড়া মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় হাজারীবাগ উত্তর জেলেপাড়া আশ্রম হতে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশুদের অংশ গ্রহণে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ভগবান শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের হাজারীবাগ উত্তর জেলেপাড়া মন্দির হতে শুরু হয়ে লক্ষীনারায়ণ কটনমিল হরিসভা মন্দির, ইব্রাহিম টেক্সটাইল মিলস দুর্গা মন্দির প্রদক্ষিণ করে গোদনাইল ২নং বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুণরায় হাজারীবাগ জেলেপাড়া মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী পুরুষ ও শিশুরা বিভিন্ন ধর্মীয় সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ কীর্ত্তন করেন। বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি শিশির ঘোষ অমর জানান, শোভাযাত্রায় নারী পুরুষ ও শিশুরা বিভিন্ন ধর্মীয় সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ কীর্ত্তন করেন।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের সার্বিক সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ভাবে শোভাযাত্রা সম্পূর্ণ করেছি। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার ৭টি মন্দিরে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সন্ধ্যায় পূজাঁ অর্চনাদিসহ রাত সাড়ে ১১টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি শিশির ঘোষ অমর এর সভাপতিত্বে ভগবান শ্রী-কৃষ্ণের জন্ম তিথির উপর আলোচনায় অংশ নেন, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক খোকন চন্দ্র, বাসুদেব, নারয়ণ চন্দ্র দেব, রতন চন্দ্র দেবসহ প্রমুখ।
রূপগঞ্জে শোভাযাত্রা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রী-কৃষ্ণের শুভ জন্ম তিথী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির গোলাকান্দাইল উত্তর দাস পাড়া থেকে শোভা যাত্রাটি বের হয়ে ভুলতা চৌরাস্তা হইতে গোলাকান্দাইল চৌরাস্তা দিয়ে সাওঘাট প্রদক্ষিণ করে। আয়োজিত এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল ও গোলাকান্দাইল ইউপি সদস্য তপন কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, সহ-সভাপতি শ্রী কুশল দাস, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ গোপাল শমা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী বাবুল চন্দ্র শীল, সহ-সভাপতি শ্রী মিলন সরকার, সাধারণ সম্পাদক শ্রী প্রণব কুমার পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী দীগেন বিশ^াস, শ্রী তপন বিশ^াস, শ্রী সংকর ঘোষ, শ্রী নিবাস দাস, শ্রী অবিনাশ দাস, শ্রী সুধাংশু বিশ^াস, শ্রী দোলন চৌধুরী, শ্রী শ্যামল বিশ^াস,শ্রী বিশেশ^র সাহা,শ্রীমতি শিপ্রা দাস, শ্রী সন্তোষ চন্দ্র পাল, শ্রী সংগ্রাম, শ্রী সুমন্ত দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com