Logo
HEL [tta_listen_btn]

জেলায় ২২০ মন্ডপে দুর্গাপূজা

জেলায় ২২০ মন্ডপে দুর্গাপূজা

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলায় এবার মোট ২শ’ ২০টি মন্ডপে উদযাপিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জেলার ২শ’ ২০ টি মন্ডপের মধ্যে সদর এলাকায় ৪২ টি, ফতুল্লায় ২৮টি, বন্দরে ২৮টি, সিদ্ধিরগঞ্জে ৭টি, সোনারগাঁয়ে ৩৩টি, আড়াইহাজারে ৩২টি এবং রুপগঞ্জে ৫০টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সেই লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পূজা মন্ডপগুলোতে। মন্দির গুলোতে শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ।বুধবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে শহরের বেশ কয়েকটি পূজা মন্ডপে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। প্রতিমা শিল্পীরা জানান, আমাদের প্রতিমা তৈরির কাজ শেষ। এখন প্রতিমায় রং করা, কাপড় পড়ানোর কাজ চলছে। চলছে পূজামন্ডপের শেষ মুহূর্তের বর্ণিল সাজসজ্জার কাজ। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানান, আমাদের মন্ডপগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা চাই নারায়ণগঞ্জের সকল ধর্মের মানুষ একসাথে ভাগাভাগি করে এই উৎসব উদযাপন করবে। এদিকে পূজাকে কেন্দ্র করে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। পাশাপাশি মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তায় তৎপর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com