Logo
HEL [tta_listen_btn]

টানবাজারে শ্যামা পূজা

টানবাজারে শ্যামা পূজা

নিজস্ব সংবাদদাতা
টানবাজার সার্বজনীন কালীপূজা কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা ১শ’ ৮টা প্রদীপ প্রজ্জ্বলন ও আরাধনার মাধ্যমে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর ) রাতে টানবাজার শ্রী শ্রী বঙ্গবিহারী জিউর আখড়ায় ও হনুমান জিউর মন্দির প্রাঙ্গণে দীপাবলী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। সবাইকে কালী পূজার শুভেচ্ছা জানিয়ে শ্যামা মায়ের পূজা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তিনি বলেন, আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রচুর বৃষ্টিতে ভক্তদের উপস্থিতি কম। আমি নারায়ণগঞ্জের ছেলে যেহেতুএটা আমার এলাকা তাই প্রতি বছরের ন্যায় প্রথম পূজা উৎসবে উদ্বোধনীতে ১শ’ ৮টা প্রদীপ প্রজ্জ্বলন করি। চিত্রনায়ক আরোও বলেন,এধরনের আয়োজন সব জায়গায় হয় না। এসব অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মাকে ডাকা হয়ে থাকে তাই মায়ের আড়তি করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টানবাজার সার্বজনীন কালীপূজা কমিটির উপদেষ্টা রোটারীয়ান সুব্রত কুমার সাহা, টানবাজার দূর্গাপূজা কমিটির উপদেষ্টা বাবু ননী গোপাল সাহা, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সুমা রুদ্রা। সনাতন ধর্মাবলম্বী বাঙালীদের জন্য কালীপূজা এক বিশেষ স্থান নিয়ে থাকে আর দূর্গাপূজার পর পর শ্যামা পূজা বৃহৎভাবে আয়োজন করে থাকেন। টানবাজার সার্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় শ্যামা মায়ের পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শ্যামা পূজা অনুষ্ঠানের আয়োজকদের মধ্য উপস্থিত ছিলেন, টানবাজার সার্বজনীন কালীপূজা কমিটির উপদেষ্টা তাপস রুদ্র, প্রবীর তালুকদার, রঞ্জন সাহা, সভাপতি রঘুনাথ সাহা, সিনিয়র সহ-সভাপতি সৌরভ ঘোষ, সহ-সভাপতি প্রতীক ঘোষাল পল, পাপ্পু চক্রবর্তী, সাধারণ সম্পাদক শুভ্র সাহা, কোষাধ্যক্ষ শুভ চন্দ দাসসহ কমিটির নেতৃবৃন্দ। শ্যামা মায়ের পূজা অর্চণা করেন, শ্রী শ্রী বঙ্গবিহারী জিউর আখড়ায় ও হনুমান জিউর মন্দিরের পুরহিত হরি ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com