Logo
HEL [tta_listen_btn]

ইজতেমায় ৫ মুসুল্লির মৃত্যু

ইজতেমায় ৫ মুসুল্লির মৃত্যু

দেশের আলো ডেক্স
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় (প্রথম পর্ব) শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত মোট ৫ মুসুল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া এলাকার মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান থানা এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জার (৬৮), নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমত উল্লাহর ছেলে হাবিবুর রহমান (৭০), মুন্সিগঞ্জের আদিল উদ্দিন সিকদারের ছেলে আক্কাছ আলী সিকদার (৫৫) ও সিলেটের হরিপুরের হেমুবটপাড়া এলাকার ফজলুল হকের ছেলে নূরুল হক (৬০)। বিশ্ব ইজতেমায় মরদেহের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে কয়েক লাখ মুসুল্লি অংশ নিয়েছেন। এরমধ্যে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৩ মুসুল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন, মোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জার ও হাবিবুর রহমান। শনিবার সকালে ইজতেমার ময়দানে তাদের জানাযা অনুষ্ঠিত হয়েছে। এরআগে ইজতেমায় অংশ নেয়া ২ মুসুল্লি আক্কাছ আলী সিকদার ও নূরুল হক মারা যান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, শনিবার সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমার অংশ নেয়া ৫ মুসুল্লি মারা গেছেন। তবে বাইরে ইন্তেকাল করা ব্যক্তিদেরও জানাযার জন্য ইজতেমা ময়দানে নিয়ে আসা হয়। এ পর্যন্ত ইজতেমার ময়দানে মোট ৮ ব্যক্তির জানাযা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৫ জন মারা গেছেন ইজতেমায় অংশ নিতে এসে এবং বাইরে থেকে ৩ জনের মরদেহ এখানে এনে জানাযা পড়ানো হয়। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর আগামী শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর ফের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং একইভাবে রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com