দেশের আলো ডেক্স
টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বাদ আসর এ বিয়ে সম্পন্ন হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে বাদ আসর এ বিয়ের আয়োজন করা হয়। ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী এ বিয়ে পরিচালনা করেন। যৌতুকবিহীন বিয়ের আগে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী এ সংক্রান্ত বয়ান করেন। ইসলামী শরীয়ত অনুয়ায়ী যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন করা হয়েছে। বিয়ের সময় মঞ্চের সামনে বর-কনে ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। সায়েম আরো জানান, যৌতুকবিহীন বিয়ে পড়ানোর জন্য আরও লোকজন এসেছিলেন। কিন্তু সময়ের স্বল্পতার কারণে তাদের বিয়ের জন্য তালিকাভুক্ত করা হয়নি। আজ রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার সব আনুষ্ঠানিকতা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।