Logo
HEL [tta_listen_btn]

বন্দরে ঢাকাগামী প্রাইভেটকারে র‌্যাবের তল্লাশি  যৌন উত্তেজক ট্যাবলেটসহ গ্রেফতার – ২

বন্দরে ঢাকাগামী প্রাইভেটকারে র‌্যাবের তল্লাশি  যৌন উত্তেজক ট্যাবলেটসহ গ্রেফতার – ২

বন্দর সংবাদদাতা
বন্দরে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৯শ’ পিস টাপেনটাডোল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার দেবীদার থানার শাহাড়পাড়া এলাকার মৃত মোহাম্মদ আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শাহজাহান ভূইয়া (৩৭) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফুকরা মিয়ার ছেলে মো. আল আমিন (২৭)। নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারের ঘটনায় র‌্যাব-১১ এর উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদি হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত ২ মাদক কারবারিকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব-১১ আদমজী নগরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স বন্দরে টহল ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে খবর পায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৯৯৯২)যোগে বিপুল পরিমান নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেটের একটি চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকার দিকে রওনা হচ্ছে। পরে র‌্যাব-১১ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরবিষয়টি অবগত করে বৃহস্পতিবার বিকেলে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি শুরু করে। এসময় কুমিল্লা থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার র‌্যাব-১১ এর উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে র‌্যাব-১১ উক্ত গাড়িটি আটক করে তল্লাশি শুরু করে। পরে গাড়ি তল্লাশির একপর্যায়ে বিপুল পরিমান নেশাজাতীয় যৌন উত্তেজন ট্যাবলেটসহ শাহজাহান ভূইয়া ও আল আমিন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com