সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে একটি অনুষ্ঠানে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করায় সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুলের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন গ্রহণ করে সেটি তদন্তের জন্য পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। রোববার (২৯ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এরআগেবৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার আবেদন করেছিলেন বারদী ইউনিয়নের মছলুন্দপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আওয়ামী লীগ নেতা সানাউল্লা। এ বিষয়ে মামলার বাদি সানাউল্লা বলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল স্বাধীনতার ইতিহাস নিয়ে একটি খেলার অনুষ্ঠানে বিকৃত বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যে মাঠে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ও উপস্থিত স্বাধীন জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তার এমন বিকৃত বক্তব্যে মানহানি হয়েছে। এজন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, চেয়ারম্যান লায়ন মাহবুর রহমান বাবুল মছলন্দপুর ফুটবল টুর্ণামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করে বক্তব্য দেন। তিনি বলেন, ৩০ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।