নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা সায়রা গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকায় কর্মরত নারায়ণগঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সাবেক সচিব মো. রকিব হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ও দুদকের সাবেক মহাপরিচালক মো. জিয়াউদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিক জুবায়েরসহ প্রায় শতাধিক কর্মকর্তা। সভায় নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের কর্মকান্ড গতিশীল করার জন্য ২০২৩-২০২৫ কার্য বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। মো. আনোয়ারুল ইসলাম সরকারকে পুনরায় সভাপতি এবং প্রকৌশলী মো. আব্দুল ওহাবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, নাজমুল আহসান, প্রকৌশলী মো. আলী, ডা. মো. জাহাঙ্গীর আলম, ড. মো আতাউর রহমান, মো. খালেদ হোসাইন ও গৌতম চন্দ্র পাল, যুগ্ম সম্পাদক, এ কে লুৎফুল কবির ও রখফার সুলতানা, অর্থ সম্পাদক মো. ছালাউদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রোকেয়া খাতুন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি ডা. মো. ইকবাল কবির, সমাজ কল্যাণ মুহাম্মদ আলমগীর, প্রচার ও প্রকাশনা মোঃ আবু হানিফ, মহিলা সম্পাদক মল্লিকা খাতুন। নির্বাহী সদস্যরা হলেন, সিদ্দিক জুবায়ের, মো. রকিব হোসেন, মো. জিয়াউদ্দিন আহমেদ, প্রকৌশলী মো. আখতারুজ্জামান হাসান, মোহাম্মদ আব্দুল কাইউম, ড. শায়লা নাসরিন, অধ্যাপক মো. গিয়াসউদ্দিন, ডা. মো আসলাম হোসেন, ডা. মো. ইফতেখার আলম, মো. আনিসুর রহমান, মো. মেহেদী হাছান, আজীজ হায়দার ভূঁইয়া ও মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়াও ৭ সদস্যের উপদেষ্টা ফোরাম গঠিত হয়।উপদেষ্টা ফোরামের কর্মকর্তা হলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেত খান, মো. আব্দুল মতিন, অধ্যাপক মো. শহিদ উল্লাহ ভূঁঞা, বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন, কাজী আলমগীর, মো. জয়নাল আবেদীন ও আ. করিম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।