ফতুল্লা সংবাদদাতা
জ্বীনের মাধ্যমে রাতারাতি ধন সম্পদের মালিক করে দেয়ার কথা বলে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জ্বীনের বাদশার সহযোগী পরিচয়দানকারী ২ প্রতারকসহ ৪ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নীলফামারী জেলার সদর থানার দোগাজির মৃত হোসেন আলীর পুত্র আমির হোসেন (৪০), মৃত একাব্বর আলীর পুত্র মো. দেলোয়ার হোসেন (৪৮), ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জের সুজনের বাড়ির ভাড়াটিয়া মো. মহারাজ ওরফে মিরাজ (৫৫) ও একই থানার কাশীপুর ভূঁইয়াপাড়ার মৃত বারেক মিয়ার পুত্র আ. কাদের কিবরিয়া (৪৮)। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানার হরিহরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত লাল সালু কাপড় দ্বারা বাধানো হাতের লেখা একটি কবিরাজি খাতা (ভিতরে আরবিসহ বিভিন্ন লেখা আছে), একটি হাতের লেখা প্যাড (কবিরাজি ডায়েরি) আরবিসহ বিভিন্ন লেখা আছে, একটি মাঝারি সাইজের আয়না, ২০টি মাদুলি (তাবিজের কভার), পুরান ছোট বড় ৪টি পিতলের কয়েন(তন্মেধ্যে ৩টি পিতলের এক টাকার কয়েন, একটি রানীর ছবি সম্বলিত বড় কয়েন) ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় প্রতারণার শিকার ফতুল্লা মডেল থানার হরিহর পাড়ার বাবুল হোসেনের ছেলে মো. জুয়েল (২৭) বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। জানা যায়, বাদির বাবা বাবুল হোসেন অভিযুক্ত আসামী মহারাজ ওরফে মিরাজের পূর্ব পরিচিত। তার মাধ্যমে বাদির বাবার সাথে পরিচয় হয় অভিযুক্ত আমির হোসেন ও দেলোয়ার হোসেনের সাথে। পরিচয়কালীন সময়ে আমির হোসেন ও দেলোয়ার হোসেন নিজেদেরকে জ্বীনের বাদশার সহযোগী বলে পরিচয় দেয়। পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তরা বলে, জ্বীনের মাধ্যমে রাতারাতি তাকে ধন-সম্পদের মালিক বানিয়ে দিবে। এক্ষেত্রে জ্বীনদের আপ্যায়ণ করা বাবদ অর্থ দিতে হবে। পরবর্তীতে ৫-১০ হাজার টাকা করে পর্যায়ক্রমে অভিযুক্তরা জ্বীনদের আপ্যায়ণ বাবদ দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ মঙ্গলবার বেলা ১২টার দিকে অভিযুক্তরা বাদির বাসায় গিয়ে জানায় যে, তাদেরকে ধন- সম্পদের মালিক করে দিবে। বহু টাকা মূল্যমানের রড এবং সিমেন্ট জ্বীনের মাধ্যমে তাদের বাসায় নিয়ে আসা হচ্ছে। তাছাড়া বাদির বাবাকে ধনী লোক করে দিবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে এলাকার বিভিন্ন বিল্ডিং দেখিয়ে বলে বিল্ডিং কিনে দিবে। এক্ষেত্রে জ্বীনদের জন্য আরো কিছু টাকা দাবি করে। এতে করে সন্দেহ দেখা দিলে তারা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবগত করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত প্রতারকচক্রের সদস্যরা নিজেদেরকে জ্বীনের বাদশার লোক পরিচয় দিয়ে রাতারাতি ধন সম্পদের মালিক করে দেয়ার কথা বলে বাদি ও তার বাবার নিকট থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মঙ্গলবার রাত ৭টার দিকে ঘটনাস্থলে গিয়েজ্বীনের বাদশার লোক পরিচয়দানকারী আমির হোসেন, দেলোয়ার হোসেন ও তাদের ২ সহযোগী কাদের এবং মিরাজকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত কবিরাজি সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে বুধবার (১ মার্চ) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।