নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় গোলাম রাব্বি (২২) নামে এক মোবাইল চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটকৃকত মোবাইল চোর গোলাম রাব্বি ফতুল্লা মডেল থানার কাশিপুর মুলিবাশ এলাকার আসাদ ওরফে মিজান মিয়ার পুত্র। রোববার (৫ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। ফতুল্লা মডেল থানার সহকারি উপ-পরিদর্শক বাবুল জানায়, গ্রেফতারকৃত গোলাম রাব্বি একজন পেশাদার ছিনতাইকারী ও চোর। তাদের একটি সিন্ডিকেট রয়েছে। এই চক্রের সদস্যরা প্রতিদিনই আদালতপাড়ায় প্রবেশ করে সুযোগ বুজে মোবাইল, টাকা-পয়সা, মূল্যবান সামগ্রী চুরি ও ছিনতাই করে থাকে। রোববার বেলা ১২টার দিকে এক ব্যক্তির নিকট থেকে গ্রেফতারকৃত গোলাম রাব্বি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পথচারীরা। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেফতাকৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আরো একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।