Logo
HEL [tta_listen_btn]

চাষাঢ়ায় মানববন্ধন কর্মসূচিতে সিপিবি নেতৃবৃন্দ জনগণের প্রতি সরকারের দ্বায়বদ্ধতা নেই

চাষাঢ়ায় মানববন্ধন কর্মসূচিতে সিপিবি নেতৃবৃন্দ জনগণের প্রতি সরকারের দ্বায়বদ্ধতা নেই

নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আ. হাই শরীফ। বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য সুজয় রায় চৌধুরী বিকু, কমরেড বিমল কান্তি দাস, কমরেড শাহানারা বেগম, কমরেড জাকির হোসেন, কমরেড শিশির চক্রবর্তী, কমরেড মৈত্রী ঘোষ, রাশেদুল ইসলাম মঞ্জু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সর্বব্যাপী লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। সরকার লুটেরা, মুনাফাখোর, মজুদদারদের স্বার্থের পাহারাদার হিসেবে ব্যবসায়ী সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। জনগণের প্রতি সরকার কোনো দায়বদ্ধতা দেখাচ্ছে না। সমাবেশে বক্তারা আরো বলেন, শাসকদল মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে নয়া উদারনীতিবাদ ও মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী সিন্ডিকেট রমজান মাস সামনে রেখে দাম বাড়িয়ে যাচ্ছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ চলমান লুটপাটতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটানোর লড়াইয়ে দেশের সকল বিবেকবান মানুষকে সামিল হওয়ার আহŸান জানান। সমাবেশ থেকে ভোজ্যতেলের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, ন্যায্য মূল্যের দোকান চালু, বাফার স্টক গড়ে তোলা, অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট ভেঙ্গে দেয়া, লুটেরা-মজুদদার-মুনাফাখোর-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com