Logo

হেরোইনসহ নারী গ্রেফতার

শ্যামপুর এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মোছা. মৌলুদা বেগম (৬১) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার (২৪ মে) ঢাকার শ্যামপুর মডেল থানার শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ (৯৮ গ্রাম) মৌলুদা বেগম নামে ওই নারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫শ’ ১০ টাকা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামী মৌলুদা বেগম বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com