Logo

নদী ভরাটকারীকে জরিমানা

কুমিল্লার হোমনায় বাঁধ দিয়ে নদী ভরাটের চেষ্টা করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ভ্রাম্যামাণ আদালতের অভিযানে এ আদেশ দেন।
আড়ালিয়া রামকৃষ্ণপুর এলাকার জনৈক আলী আজমের ছেলে মোহাম্মদ মাসুদ ভূঁইয়াকে এই জরিমানা এবং মাটি ফেলে সৃষ্ট বাঁধ আগামী ৫ দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আড়ালিয়া এলাকায় ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান চলে।
সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, নদী দখল করার চেষ্টা আইনত দন্ডনীয় অপরাধ।
রামকৃষ্ণপুর আড়ালিয়া সংলগ্ন তিতাস নদীতে বাঁধ দিয়ে ভরাটের তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ মাসুদ ভূঁইয়া স্বীকার করেন, তিনিসহ আরো কয়েকজন মিলে ভরাটের জন্য নদীর মধ্যে মাটি ফেলে বাঁধ দিয়েছেন। নদী দখলের অপরাধ স্বীকার করায় মাসুদকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬ (ঙ) ধারা লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, নদীখেকো এবং অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি খেকোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত আছে। এছাড়া যখনই কোথাও এই ধরনের ঘটনা ঘটে তা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানাতে সকলের কাছে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com