সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে এক সপ্তাহ পর আবার মাঠে গড়িয়েছে ২য় বিভাগ ক্রিকেট লীগের খেলা। শনিবার (১৭ জুন) ইসদাইর সূর্যোদয় সংসদ ৬ উইকেটে পরাজিত করেছে জেএমজেড ক্রিকেট একাডেমীকে। সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে জেএমজেড ক্রিকেট একাডেমী। উইকেটের একপ্রান্তে ধীর অবিচল থেকে ব্যাট করে বাধন অপরাজিত থাকেন ৫৯ রানে। ইয়াসিন ও তানভীর ১১ রান করে আউট হন। ইসদাইর সূর্যোদয়ের জাহিদুল তানভীর ৩ উইকেট এবং অধিনায়ক রোহান পান ২ উইকেট। জবাব দিতে গিয়ে হোঁচট খেলেও মিডল অর্ডারে নামা আলআমিনের মারমুখি ব্যাটিংয়ে জয়ের রাস্তা সহজ হয়ে যায় ইসদাইর সূর্যোদয় সংসদের। আলআমিন আউট হন ৫৫ রানে। অধিনায়ক রোহান ফিরেন ২২ রানে। সৌরভ অপরাজিত থাকেন ২৬ রানে। ৩৪.৩ ওভারে ৪ উইকেট খুঁইয়ে ইসদাইর সূর্যোদয় সংসদ ১৩৬ রান তুলে মাঠ ছাড়েন জয়ের আনন্দে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।