Logo

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অপরাধে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১১ সেপ্টেম্বর) সকার ৬টা থেকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১৫ হাজার ৯শ’ ৪৭ পিস ইয়াবা, ১শ’ ১৭ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৭শ’ ৫০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল ফেনসিডিল ও ৮শ’ ৫০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com