Logo

বারহাট্টায় উন্নয়ন মেলার উদ্বোধন

নেত্রকোনার বারহাট্টায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বারহাট্টা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অস্থায়ী হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদ হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com