যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. বাবুল লস্কর (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-১০। ১৪ বছর পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল লস্করকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বাবুলের নামে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে যাবজ্জীবনের সাজা দেন আদালত।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছেন। তিনি মামলা দায়েরের পর থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।