মুগদা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল। গ্রেফতারকৃতরা হলো, মোছা. রেনুয়ারা আক্তার ও মোছা. শাহানাজ বেগম ওরফে শাহনুর।
ডিবির সহকারি কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান জানান, গাঁজাসহ মাদক কারবারিরা মুগদা থানার মান্ডা খালপাড় এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১০ কেজি গাঁজাসহ ২ নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আসামীরা ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।