বন্দরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করছে জেলা কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযানকালে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো এক মাদক কারবারি। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ লিটার দেশী মদ, ৪ লিটার বিদেশী মদ এবং মাদক বহনকৃত কালো রংয়ের সুজুকি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২২-৬৫৪৮) জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার বিল্লাল হোসেন মিয়ার ছেলে রাতুল (১৯), একই ইউনিয়নের চানপুর এলাকার শহিদ মিয়ার ছেলে সিফাত (১৮) ও বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার মৃত খোরশেদ আলম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৪)। গ্রেফতারকৃতদের শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানার রুজুকৃত পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।