নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৩০ হাজার ৯শ’ ৩১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি)) একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৪৮টি কেন্দ্রে ওই পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জে এসএসসি, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩২ হাজার ৯শ’ ৪৬ পরীক্ষার্থীর মধ্যে এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩১ হাজার ২শ’ ২৬ জন। উপস্থিত ছিলেন ৩০ হাজার ৯শ’ ৩১ জন শিক্ষার্থী, অনুপস্থিত ১৯৩ জন।
প্রথম দিনে এসএসসি পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৭ হাজার ১শ’ ১৩ জন ও অনুপস্থিত ছিলেন ১৫৯ জন, দাখিল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ২ হাজার ৪শ’ ৮ জন ও অনুপস্থিত ছিলেন ২৭ জন এবং কারিগরি (ভোকেশনাল) উপস্থিত ছিলেন ১ হাজার ২শ’ ১৭ জন ও অনুপস্থিত ছিলেন ৭ জন।
তবে, এসএসসি ও সমমানের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলায় ৪৮টি কেন্দ্রে কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।