হংকংয়ে এক নাগরিকের বাসা হতে ৩ মিলিয়ন ডলার চুরি করার অপরাধে এক প্রবাসী বাংলাদেশী নাগরিক মো. জনিকে গ্রেফতার করেছে হংকং আইনশৃঙ্খলা নিরাপত্তারক্ষা বাহিনী। রোববার (৩ মার্চ) রাতে হংকংয়ের এক নাগরিককের অভিযোগের ভিত্তিতে মো. জনিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো. জনির বাড়ি মুন্সিগঞ্জে।
জানা যায়, হংকংয়ের জর্ডন শহরের এক হংকং নাগরিকের বাসায় কাজ করতো জনি। সপ্তাহ আগে বাসা হতে ৩ মিলিয়ন ডলার নিয়ে পালিয়ে যায় জনি। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। পরে ভুক্তভোগী হংকংয়ের নাগরিক পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ চুরির অপরাধে অভিযুক্ত জনিকে হংকংয়ের ছামছিপুর অঞ্চলের এক বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হংকংয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার পাশাপাশি তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
এদিকে হংকংয়ে ৩ মিলিয়ন ডলার চুরি ও বাংলাদেশী প্রবাসী নাগরিক গ্রেফতারের খবরে হংকংয়ে বসবাসকৃত সকল বাংলাদেশী নাগরিক ও বাংলাদেশী কমিউনিটি প্রবাসীরা লজ্জিত ও আতঙ্কিত বলে জানা গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।