বন্দরে সিআর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী রাশেদ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশেদ ২০নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে। গ্রেফতারকৃত রাশেদকে বুধবার (৬ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় ফোর্স গোপান সংবাদের ভিত্তিতে সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী রাশেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।