Logo
HEL [tta_listen_btn]

তাপপ্রবাহ কমাতে নাসিকের জল কামান

তাপপ্রবাহ থেকে নারায়ণগঞ্জ শহরকে ঠান্ডা রাখতে ও বায়ু দুষণ রোধে জল কামান (ওয়াটার মিষ্ট ক্যানোন স্প্রে) ব্যবহার শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)। সোমবার (২২ এপ্রিল) নগরীর নিতাইগঞ্জ থেকে খানপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে পানি ছিটানো হচ্ছে। নিজস্ব প্রযুক্তি এবং দেশীয় কাচামাল ও যন্ত্রাংশ দিয়ে ইঞ্জিনিয়ারদের তৈরি করা নতুন এ ওয়াটার মিষ্ট ক্যানোন স্প্রে গাড়িটি গত সপ্তাহে সংযুক্ত করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এনসিসির কর্মকর্তারা জানান, পানি কুয়াশার মতো ছড়িয়ে পড়ে। সড়কে পানি পড়ায় তাপ কমে ঠান্ডা অনুভূতি সৃষ্টি হয়। পাশাপাশি ধুলাবালিও স্থিমিত করে। যা ৩শ’ ফুট উচ্চতায় এবং দূরত্বে ধুলাবালি ও গাড়ির ধোঁয়াকে মাটিতে নামাতে সক্ষম। স্বাস্থ্য সম্মত পরিবেশ সৃষ্টির পাশাপাশি তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমাতে সক্ষম। এই মেশিনটি তৈরিতে প্রায় ১০ লাখ টাকা খরচ করে এননিনি। তবে একই প্রযুক্তির মেশিন বিদেশ থেকে আমদানি করলে খরচ পড়ে প্রায় কোটি টাকা।
নগরীতে ওয়াটার ক্যানোন স্প্রে করায় তাপদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে স্থানীয়রা। তবে এ মেশিন বাড়ানো হলে তাপদাহ ও বাযু দূষণ থেকে ভোগান্তি কম হবে বলে মনে করেন পরিবেশকর্মীরা। পাশাপাশি মেয়র আইভীকে ধন্যবাদ জানিয়েছেন নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com