Logo
HEL [tta_listen_btn]

মন্তব্য কলাম: তিতাসের রসিকতা!

ফরিদ আহমেদ রবি
গ্যাস সঞ্চালন লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্দরের বেশ কিছু এলাকায় গ্রাহকদের গ্যাস সরবরাহ কয়েক ঘন্টার জন্য বিঘ্নিত হবে মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একই রকম বিজ্ঞপ্তি প্রায় সময়ই প্রকাশিত হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলে গ্যাস সরবরাহ লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে বলে। দেশের অন্যান্য অঞ্চলে গ্যাস সরবরাহ কতটুকু স্বাভাবিক বা অস্বাভাবিক সেই প্রসঙ্গে না গিয়ে এ কথা নির্দ্বিধায় বলা যায় নারায়ণগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে গ্যাসের গ্রাহকগণ কোন অবস্থাতেই নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছে না। নারায়ণগঞ্জের এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে কয়েক বছর যাবত গ্যাস সরবরাহ নেই বললেই চলে। যেসব অঞ্চলে গ্যাস সরবরাহ নেই বললেই চলে তাদের জন্য এ ধরনের বিজ্ঞপ্তি রসিকতার নামান্তর নয় কি? তিতাস গ্যাস কর্তৃপক্ষের একথা অজানা নয় যে নারায়ণগঞ্জের বেশ কিছু অঞ্চল দীর্ঘদিন যাবত গ্যাস বঞ্চিত থেকেও নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে বিস্তর লেখালেখিও হচ্ছে। অনেক গ্রাহক মনের দুঃখে এ কথা বলতেও বাধ্য হচ্ছে যে গ্যাস সরবরাহ করতে না পারলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হোক যাতে অন্তত গ্যাস বিল পরিশোধ করতে না হয়। গ্যাস না পেয়েও বিল পরিশোধের এ যন্ত্রণা ভুক্তভোগী ছাড়া আর কারো বোঝার কথা নয়। যারা নিয়মিত গ্যাস পাচ্ছে তারা কারা এ ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোন ধারণাই নেই তবে এ কথা সত্যি চৌর্য্যবৃত্তির মাধ্যমে অনেকেই তাদের গ্যাস সরবরাহ ঠিকই স্বাভাবিক রাখতে পারছে। ভাগ্যবান কিছু গ্রাহকও হয়তো আছে যারা গ্যাস সরবরাহ ঠিকমতোই পাচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ অঞ্চলের অনেক জায়গাতে গ্যাস না পাওয়া আবাসিক গ্রাহকের সংখ্যা অনেক অনেক গুণ বেশি। এসব অঞ্চলে গ্যাস কখন থাকবেনা সেটা বড় বিষয় নয়। বরং ভাগ্যক্রমে কখন গ্যাস থাকবে সেটিই বিবেচ্য বিষয়। অনেক গ্রাহককে রাত জেগে অপেক্ষা করতে হয় কখন একটু গ্যাসের দেখা মিলবে! গ্যাসের অভাবে অর্ধাহারে অনাহারে দিন কাটানো সাধারণ মানুষের সংখ্যাও নেহাত কম নয়। তাই কয়েক ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ সাধারণ মানুষকে উপহাস করার মতোই মনে হয়। যেসব অঞ্চলে গ্যাস সরবরাহ নেই বললেই চলে সেসব অঞ্চলে কবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করলে বরং সাধারণ গ্রাহক উপকৃত হবে। গ্যাসবিহীন অঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দায়িত্ব আন্তরিকভাবে পালন করলে বরং সাধারণ গ্রাহক তিতাস গ্যাস কর্তৃপক্ষের উপর আস্থা আনতে সক্ষম হবে, নয়তো এ ধরনের বিনীত বিজ্ঞপ্তি সাধারণ গ্রাহকদের কাছে রসিকতা ছাড়া আর কিছু বলেই বিবেচিত হবে না। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার অগ্রিম ঘোষণা এবং এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ সত্যিই নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই নির্মম রসিকতার পরিবর্তে বাস্তবতার আলোকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করবেন এমনটিই প্রত্যাশা।
লেখক: বহুজাতিক ওষুধ কোম্পানী ও পোশাক শিল্পের সাবেক শীর্ষ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com