Logo
HEL [tta_listen_btn]

কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি: ৫ পুলিশ সদস্য বরখাস্ত

কোরবানির পশুবাহী গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পর দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। বরখাস্তকৃতরা হলেন, রূপগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, জেলা পুলিশ লাইন্সের এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল, ও কনস্টেবল তানভীর হোসেন আকাশ। শনিবার (১৫ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার (১৩ জুন) একটি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে কোরবানির গরুবাহী গাড়ি থেকে পুলিশ সদস্যের অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ওই দিনই রূপগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, জেলা পুলিশ লাইনসের এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল, ও কনস্টেবল তানভীর হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় নেই। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com