ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সৈয়দ আলম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় সৈয়দ আলম নামের এক হাজতিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলার আসামী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।