বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিংকী বাহিনীর সন্ত্রাসী হামলায় ১১টি বসতবাড়ি ও ১টি মুদি দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ মহিলাসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহতরা হলো, পলি বেগম (৩৬), বাবুল (১৮), তানভির (২৩), মোক্তার (৩২) ও সুমি বেগম (৪০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের হাফেজীবাগ এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসীর তথ্য সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বন্দর থানার সালেহনগর এলাকার নূর হোসেন মিয়ার ছেলে সন্ত্রাসী পিংকী ও তার সন্ত্রাসী বাহিনী আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে সন্ত্রাসী পিংকীসহ তার সহযোগী দিদার, সাগর, হানিফ, বন্দর বউবাজার এলাকার বকরান, আকাশ, ইমরান, ইমন এবং শাহীমসজিদ খালপাড় এলাকার নাঈম, ইমন, চিতা নাহিদের নেতৃত্বে শতাধিক অজ্ঞাতনামা সন্ত্রাসী বন্দর হাফেজীবাগ এলাকায় অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা হাফেজীবাগ এলাকার রহিম, শাহিন, জাফর, আজগর, সুজন, সুমন, আলাল, বাবুল প্রধান, সামছুল, সাদ্দাম ও মহিউদ্দিন মিয়ার বসত বাড়ি ও মারিয়া স্টোরে তান্ডব নিলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে প্রায় ৩ লাখ টাকা ক্ষতিসাধন করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।