অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ অবৈধ সকল প্লট বরাদ্দ বাতিলের উদ্যোগকে স্বাগত জানিয়ে পূর্বাচলে আদিবাসীরা আনন্দ র্যালি করেছেন। শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১১ নম্বর এলাকায় এ আনন্দ র্যালি করেন তারা।
এসময় আদিবাসীরা বলেন, সৈ¦রাচার শেখ হাসিনা তার পরিবারসহ অবৈধ সকল প্লট বরাদ্দ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের আন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনুস সাহেব। আমরা উনার এই বক্তব্যকে স্বাগত জানাই। আমরা কথায় নয় কাজে বিশ^াসী। অতি দ্রুত ইউনুস সাহেবের বক্তব্যকে কার্যকর ভূমিকা দেখতে চাই। নতুবা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
পূর্বাচল ক্ষতিগ্রস্ত আদিবাসী সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, আনোয়ার, সালাউদ্দিন, শাকিল আহম্মেদ, মাহবুব আলম, সুরুজ উদ্দিন, মুন্না, সালেখা বানুসহ আরো অনেকে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।