সিদ্ধিরগঞ্জ সংবাদাদাতা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
সোমবার (২৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, “এই উদ্যোগের মাধ্যমে ৬’শ পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছাতে পেরে আমরা আনন্দিত। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। আগামিতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আমরা আশা করি, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে থেকেই মানুষের জন্য কাজ করে যাবো। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের পাশে থাকতে ও রাখতে চাই।”
তিনি আরো বলেন, “আপনারা দেখেছেন, শীতের সময় আমরা শীতবস্ত্র বিতরণ করেছি, ঈদের সময় আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। গত ১৫ বছর আমরা খুবই দুঃখ কষ্টে ছিলাম, তারপরও আমরা জনগণের ছেড়ে যাইনি।”
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে ও ছত্রদল নেতা মেহেদী হাসান ফারহানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হারুন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, যুগ্ম-সম্পাদক নুর হোসেন, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সাধারণ সম্পাদক মহারজ, যুবদল নেতা মাইনুদ্দিন, রাকিব প্রধান, আমির হোসেন, ছাত্রদল নেতা ইমতিয়াজ, হানজালা, আসিফ, মনির হোসেন, রাহিম, আলি আজম, তনু পাগলা ও সেলিম প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।