দেশের আলো রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপিতে শুদ্ধি অভিযানের দাবি ক্রমশই প্রবল হচ্ছে। তৃণমূলের মাঠকর্মিরা এ দাবিতে ফুঁসছে। দলের ভেতর সুবিধাবাদী ও ধান্দাবাজ গোষ্ঠীর দৌরাত্ম্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মধ্যে। চাঁদাবাজ, ধান্দাবাজ ও অর্থলিপ্সু সুবিধাবাদীদের দৌরাত্ম্যে কোণঠাসা হয়ে আছে দলের দুর্দিনে জেলখাটাএবং বাড়িঘরছাড়া ত্যাগীরা।
৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সূচনা হলেও, নারায়ণগঞ্জ বিএনপির ভেতরে এখন দেখা দিয়েছে নতুন সংকট। দলে একদিকে যেমন উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, অন্যদিকে তেমনি সুবিধাবাদী ও ধান্দাবাজ গোষ্ঠীর দৌরাত্ম্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মধ্যে।
তৃণমূল বিএনপির বহু নেতাকর্মী অভিযোগ করছেন, যারা দুঃসময়ে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা আন্দোলনের সময় মাঠে ছিল না বরং নানা ছলচাতুরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করেছিল, তারাই এখন নেতৃত্বে জায়গা করে নিচ্ছে। আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা গণআন্দোলনের এই মূল্যবান জয় যখন সাংগঠনিক শক্তিতে রূপান্তরিত হওয়ার কথা, তখন চাঁদাবাজি, গ্রুপিং ও স্বজনপ্রীতির মাধ্যমে দলীয় কাঠামোকে দুর্বল করা হচ্ছে।
একজন ত্যাগী যুবদল নেতা বলেন, “আমরা গুলিতে, লাঠিতে আহত হয়েছি, জেল খেটেছি, মামলার আসামি হয়েছি। এখন দেখি যারা আন্দোলনের সময় ঘরে বসে ছিল, তারাই জেলা শহরের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এটা অত্যন্ত হতাশাজনক।”
অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ বিএনপির কয়েকজন চিহ্নিত নেতা অতীতে সরকারের সঙ্গে গোপন আঁতাত করেছিলেন। তারা এখন আন্দোলনের নাম ভাঙ্গিয়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছেন এবং নানা ধরনের চাঁদাবাজির মাধ্যমে দলের নাম কলুষিত করছেন । তৃণমূল কর্মীদের মতে, এই চক্র দলীয় ভাবমূর্তি বিনষ্ট করছে এবং দলীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে।
বিএনপির একজন সাবেক ছাত্রনেতা জানান, “দলকে সামনে এগিয়ে নিতে হলে সুবিধাবাদীদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে হবে। নয়তো এই দুর্বৃত্তায়ন আন্দোলনের সব অর্জন ম্লান করে দেবে।”
বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ বিএনপির এই অভ্যন্তরীণ সংকট কেবল স্থানীয় নয়, এটি জাতীয় রাজনীতির প্রতিফলনও। ছাত্র-জনতার অভ্যুত্থান একটি চেতনার নাম, আর এই চেতনার বাস্তবায়নে দলীয় শুদ্ধি অভিযান এখন সময়ের দাবি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।