Logo
HEL [tta_listen_btn]

স্কুল দাবা প্রতিযোগিতা আইডিয়াল স্কুলের সুদিন চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা
সাধারণ পাঠাগারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আমিনুল হাসান সুদিন। ৬ রাউন্ডের প্রতিযোগিতায় সে ৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান অধিকার করে। আমিনুলের বর্তমান আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং ১৬৫৩।
রানার-আপ হয়েছে একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রোহান খান। সে ৫ম রাউন্ডে চ্যাম্পিয়ন সুদিনকে হারিয়ে আলোচনায় উঠে আসে। তবে শেষ রাউন্ডে রাহিবের সঙ্গে ড্র করায় সাড়ে ৪ পয়েন্ট নিয়ে শিরোপা হাতছাড়া হয়। তার আন্তর্জাতিক রেটিং ১৬১০।
তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকার করে যথাক্রমে: মো. রাহিব রহমান (সপ্তম শ্রেণি, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল), আরিয়ান সামির আনান (পঞ্চম শ্রেণি, আমলাপাড়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়), নুসরাত হাসান নাবা (সপ্তম শ্রেণি, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল), এস. এম. আবু সুফিয়ান (ষষ্ঠ শ্রেণি, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল)।
এছাড়া ক্ষুদে দাবাড়ুদের মধ্যে বিশেষ পারফরম্যান্স দেখিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে সমাদৃত সাম্য (দ্বিতীয় শ্রেণি) এবং রূপান্তর সৌর (প্রথম শ্রেণি), উভয়েই নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। ৬ রাউন্ডে তাদের অর্জন যথাক্রমে ৩ ও আড়াই পয়েন্ট।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, পদক্ষেপ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু রায়হান, পোলস্টার ক্লাবের সহ-সভাপতি এস এম বাতেন, সাধারণ পাঠাগারের সহ-সভাপতি মো. শামছুল আলম ও তপন রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমি এবং সভাপতিত্ব করেন মো. কুতুবউদ্দিন শাহীন।
নাহার চেস একাডেমির সহযোগিতায় দিনব্যাপী এ প্রতিযোগিতা ৬ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুল থেকে মোট ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২৮ জুন, শনিবার, সাধারণ পাঠাগার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com