মিজান বাংলা ঃ ময়মনসিংহের শেরপুরে ১৮ টাকার জন্য জরিমানা দিলেন ২০ হাজার টাকা! ময়মনসিংহ করোনাভাইরাস সংক্রমণের বিষয়টিকে কাজে লাগিয়ে শেরপুর টাউনের কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী মাস্ক এবং হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্বিগুণ ও তিনগুণের বেশি রাখছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শেরপুর টাউনের ওষুধের দোকানগুলোতে অভিযান চালান। টাউনের রঘুনাথ বাজার এলাকার সুরধ্বনী মেডিকেল হল নামের ওষুধের দোকানে ১২ টাকার মাস্ক ৩০ টাকা বিক্রি করার দায়ে ওই দোকানের মালিক সুধন সাহাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে দোকানের মালিক ভ্রাম্যমাণ আদালতকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল জানান, মাস্কের দাম বেশি নেয়ায় ভোক্তা অধিকার আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।