হোম কোয়ারেন্টাইনে থাকা লালমোহন লর্ডহার্ডিঞ্জে সরকারি ত্রাণ বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান
মোঃ ইব্রাহিম আকাশ ভোলা প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণের প্রভাব বিস্তার রোধে হোম কোয়ারান্টাইনে থাকা লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের দিন এনে দিন খাওয়া মানুষদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার দেয়া ত্রাণ বিতরণ করছেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ত্রাণ) অপুর্ব দাস, ঘূর্ণিঝড় প্রস্তুুতি কর্মসূচির পরিচালক মুন্সী নূর মোহাম্মদ প্রমূখ।
সোমবার সকাল থেকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে হোম কোয়ারেন্টাইনে থাকা লোক জনের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করেছেন। খেটে খাওয়া দিন মজুরদের ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন। পাশাপাশি ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও জনপ্রনিধিদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সকল নিয়ম-কানুন মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। অপর দিকে সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, ওসি মীর খায়রুল কবীরের নেতৃত্বে পৌর সভার বিভিন্ন ওয়ার্ড, উপজেলার চরভূতা ইউনিয়ন, ধলীগৌরনগর ইউনিয়ন, রমাগঞ্জ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে হোম কোয়ারেন্টাইনে থাকা লোক জনের মাঝে সরকারের দেয়া ত্রাণ বিতরণ করা হয়