মহসিন আলী, নওগাঁ জেলা সংবাদদাতা :- নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের
সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ন -সাধারণ সম্পাদক জনাব ইসরাফিল আলম এম পি বলেছেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস সংক্রমন রোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরা
নিজেরাই ডেকে আনবো। কারণ এই করোনা ভাইরাস যদি কাউকে সংক্রামন করে তাহলে শুধু একা মারা যাবেনা পুরো এলাকা মৃত্যু পুরিতে পরিণত হবে।
তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটুক হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। এই সংকট চলাকালীন সময়ে আপনাদের অভাবের কথা ঘরে ঘরে গিয়ে শোনা হবে এবং প্রয়জনিয় খাবার সামগ্রী সহ অন্যান্য উপকরণ পৗঁছে দিয়ে আসা হবে।সরকারের পাশা পাশি আমিসহ আমার লোকেরা রাণীনগর ও আত্রাই উপজেলার প্রতিটি কর্মহীন মানুেষর ঘরে ঘরে গিয়ে আপনাদের খোজ খবর নিয়ে সহযোগিতা দিয়ে আসবো। আপনারা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবেন যেন, আমাদের দেশে এই ভাইরাস মহামারি আকার ধারণ না করে। আমি প্রতিদিন আমার গাড়ির পেছনে খাবারেরপ্যাকেট নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দিনরাত ঘুরছি আর কর্মহীন মানুষদের খুজে বের করে খাবার সামগ্রী হাতে তুলে দিচ্ছি । যতদিন এই সংকট শিথিল না হবে ততদিন আমি আপনাদের
ঘরে ঘরে গিয়ে প্রয়জনিয় খাবার সামগ্রী পৗঁছে দিয়ে আসবো, দয়াকরে আপনারা কেউ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না
বাজারে অযথা জটলা পাকাবেন না। আসুন এই মরণ ঘাতক ভাইরাসের হাত থকে আমি নিজে বাঁচি এবং অন্যকেও বাঁচতে সহায়তা ও সতর্ককরি।
তিনি আরো বলেন, সরকার করোনা মোকাবেলায় ভিজিএফ, ভিজিডি, ১০টাকা কেজি চাল ও বিশেষ খাদ্য সহায়তা দিতে ব্যাপক প্রস্ততি নিয়েছে। তার সঠিক বাস্তবায়ন হলে কানো মানষুই অভুক্ত থাকবেনা। নির্বাচনের সময় যে ভাবে আমি মানুেষর বাড়িবাড়ি গিয়ে ভোট চেয়েছি, ঠিক সেই ভাবেই ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৗঁছে দিব কারণ আমি আত্রাই-রাণীনগর উপজেলার সকলের অভিভাবক।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।