আড়াইহাজার সংবাদদাতা :
আড়াইহাজার উপজেলার মেঘনাতীর বেষ্টিত দুর্গম এলাকা কালাপাহাড়িয়ায় আজ বৃহম্পতিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন, কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির আলী মেম্বার, ইউনিয়ন যুবলীগ নেতা ছাত্তার সরকার, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক হেলাল, যুগ্মসম্পাদক মহিউদ্দিন ও ছাত্রলীগ সাবেক সভাপতি বকুল প্রমুখ। চেয়ারম্যান স্বপন বলেন, এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশক্রমে কালাপাহাড়িয়া ইউনিয়নের প্রতিটি ঘরে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক দ্রæরুত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নিয়েছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকায় সচেতনামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। লোকজনের মাঝে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।