শেখ ফজলে রাব্বি জামালপুর: করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জামালপুরের দেওয়াগঞ্জে নতুন করে একজন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতকাল মঙ্গলবার জেলার ৭টি উপজেলা থেকে ৩৩ জনের সংগৃহীত নমুনা পরীক্ষায় কোভিক-১৯ পজেটিভ পাওয়া গেছে ৪০ বছর বয়সী এক ব্যক্তির। ময়মনসিংহের মাইক্রোবায়োলজি বিভাগ হতে আজ বুধবার এ তথ্য সিভিল সার্জনকে নিশ্চিত করা হয়েছে। নতুন আক্রান্ত ৪০ বছরের ওই ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে দেওয়ানগঞ্জের চরভবসুর ঠোটাপাড়ার গ্রামে নিজবাড়িতে এসেছেন। নারায়ণগঞ্জ হতেই তিনি সর্দিজ্বর নিয়ে বাড়িতে আসলে খবর পেয়ে মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান আক্রান্ত ব্যক্তিকে রাতের মধ্যেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।