Logo
HEL [tta_listen_btn]

সামাজিক দুরত্ব বাজায় রাখতে জনগণের কাছে সাংসদ মোশারফ

সামাজিক দুরত্ব বাজায় রাখতে জনগণের কাছে সাংসদ মোশার

এনামুল হক রাঙ্গা(বগুড়া):   করোনা রোধে সামাজিক দুরত্ব বাজায় রাখতে রোববার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে জনগণের কাছে জনগণের কাছে হাত জোর করেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন। তিনি জনগণকে বলেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মুত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আকতার, বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজেউর রহমান, নন্দীগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. নুরুল ইসলাম, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস এর ইনচার্জ রতন সহ থানা পুলিশের সদস্যবৃন্দ। এছাড়াও এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com