Logo
HEL [tta_listen_btn]

জামালপুরে সাংবাদিক-ডাক্তার পুলিশসহ আরো নতুন ৬জন করোনায় আক্রান্ত

জামালপুরে সাংবাদিক-ডাক্তার পুলিশসহ আরো নতুন ৬জন করোনায় আক্রান্ত

শেখ ফজলে রাব্বি : জামালপুরে নমুনা পরীক্ষা শেষে ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ আরো ছয়জন ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালের একজন ডাক্তারসহ তিনজন স্টাফ, একজন পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ সদর উপজেলার দুইজন ব্যক্তি। মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। জামালপুরে নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিম ডটকমের জামালপুর প্রতিনিধি, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও বাকি ৩ জন ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মী বলে জানা গেছে। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ জনে দাঁড়ালো। এই মধ্যে সদর উপজেলায় দশজন, বকশীগঞ্জ উপজেলায় দুইজন, দেওয়ানগঞ্জ উপজেলায় তিনজনের মধ্যে একজনের মৃত্যু, মেলান্দহ উপজেলায় তিনজন, মাদারগঞ্জ উপজেলায় নয়জন এবং ইসলামপুর উপজেলায় পাঁচজনের মধ্যে মৃত দুই নারীর নমুনা পজেটিভ পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, কমিউনিটি ট্রান্সমিশন বাড়ার কারণে প্রায় সব পেশার লোকজনের মধ্যে সংক্রমণ দেখা দিচ্ছে। সংক্রমণরোধে তাই কঠোরভাবে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে। নতুন সংক্রমিতদের আইসোলেশনে রাখা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com