আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে গণপিটুনির শিকার হয়ে জুয়েল (৩৮) নামে সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। বৃহম্পতিবার সকাল ৫টায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার আলাউদ্দিনের ছেলে। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে একটি মসজিদ থেকে মাইকিং করা হয়। পরে লোকজন ধাওয়া করে ধরে তাকে গণপিটুনি দেয়। তার বিরুদ্ধে আড়াইহাজার থানা ও নরসিংদী জেলার নরসিংদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লস্করদী এলাকায় কাদের নামে এক ব্যক্তির বাড়িতে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে। পরে লোকজনের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যেতে পারলেও জুয়েলকে ধরে ফেলে। এক পর্যায়ে তাকে গণপিটুনি দেয়। আড়াইহাজার থানার এসআই আশাদুর রহমান বলেন, আমি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি নিহত ব্যক্তি একজন ডাকাত ছিলেন। তিনি সহ তার সঙ্গে থাকা আরো ৮ থেকে ১০জন রাতে স্থানীয় কাদের নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এক পর্যায়ে এলাকাবাসী টের পেয়ে মসজিদ থেকে মাইকিং করে। পরে ধাওয়া দিলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তিনি আরো বলেন, এ সময় জুয়েলকে ধরে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়। অপরদিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য খোকন বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সময় লস্করদী বাজারের এক পাহাড়াদারের হাত ও মুখে গামছা দিয়ে বেঁেধ তার কাছে থাকা অর্থসহ বিভিন্ন সামগ্রী লুটে নিয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা নং- ৪(১)২০০৮ইং, বিস্ফোরক আইনে মামলা নং ০৮ (২)২০১৪ইং ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়াও নরসিংদী মডেল থানায় একটি মামলা রয়েছে। যাহার নং- ২৭(৬)২০১৫ইং।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।