শেখ ফজলে রাব্বি জামালপুর : জামালপুরে আরো একজন কৃষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তিনি জেলার মাদারগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়ালো। এর মধ্যে চারজন সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরে গেছেন। এছাড়াও জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একজনের মৃত্যু হয়েছে এবং জেলার ইসলামপুর উপজেলায় মৃত দুই নারীর নমুনা পজেটিভ পাওয়া গেছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। রাতেই নতুন আক্রান্তকে জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হবে বলে জানা গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।