এনামুল হক রাঙ্গা: বগুড়ার সোনাতলায় যমুনার চরে অবৈধ বালু বহনকারী ট্রলির চাপায় আব্দুর রহিম স্বাধীন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪ টায় সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় যমুনার চরে দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বাধীন পার্শ্ববর্তী মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী তালতলা গ্রামের ভ্যান চালক অজিবর প্রধানের ছেলে। জানা গেছে, স্বাধীন তার বন্ধুদের সাথে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে যমুনার চরে ক্রিকেট খেলতে যায়। ফেরার পথে যমুনার চরে বালু বহনকারী ট্রলিতে চালকের পাশে বসেছিল। কিছুদূর আসার পর স্বাধীন ট্রলি থেকে নীচে পড়ে যায়। এ সময় ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোনাতলা থানার উপ-পরিদর্শক(এস আই) সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর পরই মরদেহ স্বজনেরা নিয়ে গেছে।ট্রলি চালক পালিয়ে গেছে।তাকে ধরতে অভিযান চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।