Logo
HEL [tta_listen_btn]

ইসলামপুরে কৃষকের ধান কেটে দিলেন : হোসনে আরা এমপি

ইসলামপুরে কৃষকের ধান কেটে দিলেন : হোসনে আরা এমপি

শেখ ফজলে রাব্বি, জামালপুর : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকট হওয়ায় জামালপুরের ইসলামপুরে স্বেচ্ছা শ্রমে কৃষকদের ধান কেটে দিয়েছেন বাংলাদেশ কৃষকলীগের সাবেক সাংকৃতিক বিষয়ক সম্পাদক ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা। সোমবার সকালে পৌর শহরের রেলস্টেশন সংলগ্ন কৃষক হাসান আলী’র দুই বিঘা জমির ধান কাটা-মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। এসময় মহিলা এমপি’র সাথে স্বেচ্ছা শ্রমে কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতা কর্মীরা। বাংলাদেশ কৃষকলীগ ইসলামপুর উজেলা শাখার কৃষকদের ধান কাটা কমিটি’র আয়োজনে সাবেক কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ ও সাধারাণ সম্পাদক হুরমুজ আলী, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা.মোহাম্মদ হযরত আলীসহ উপজেলা কৃষকলীগের নেতা কর্মীরা ধান কাটা-মাড়াইয়ে অংশ নেন। ইসলামপুর উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলায় ১৬হাজার ৮৯০ হেক্টর জমিতে ৬৮হাজার ৯১৫ মেক্ট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com