আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার সকাল ১০টায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা জজকোর্টের আইনজীবি আবদুল্লাহ আল মামুন (রাশেদ)-এর নিজ উদ্যোগে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। শুক্রবার রাত থেকে তিনি বিতরণ কার্যক্রম শুরু করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজনে বাড়ি বাড়ি সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় হাইজাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় লোকজনের মাঝে তিনি বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। অ্যাডভোকেট রাশেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমি নিজ উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া মানুষের জীবনযাপন করতে কষ্ট হচ্ছে। তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। আমি সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার ইলিয়াস সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইকবাল ভূঁইয়া ও বাদল আহমেদ প্রমুখ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।